বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ সেমিনার

বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ সেমিনার

Publish Date: 
Sunday, August 13, 2023
Department: 
Bangla Language & Literature (BLL), BA in Bangla

বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ সেমিনার

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ও রাজনীতির কবি বঙ্গবন্ধু 
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব)- বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ ১৩ আগস্ট,২০২৩
তারিখে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রয়াণ দিবস ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে একটি সেমিনারের আয়োজন করে।
সেমিনারের বিষয় ‘বিশ্ব কবি রবীন্দ্রনাথ ও রাজনীতির কবি বঙ্গবন্ধু’। সেমিনারের প্রধান বক্তা হিসেবে ইউল্যাবের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক সাদিয়া আফরিন বঙ্গবন্ধুর রচনায় জীবন ও মানুষ সর্ম্পকে তাঁর দর্শন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও মানুষ সর্ম্পকে ভাবনা বা দর্শনের সাথে সাথে উভয়ের পূর্ব এশিয়া ভ্রমণের এবং পর্যবেক্ষণের বিশেষ সাজুয্য তুলে ধরেন। বঙ্গবন্ধুর জীবনে রবীন্দ্রনাথের প্রভাব কত প্রবল ছিল তাও তিনি তার বক্তব্যে প্রাসঙ্গিক করে তোলেন।

বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা ও বিচক্ষণতার আলোকে আমাদের চিন্তাকে আরো শাণিত করে তোলার জন্য অনুপ্রেরণা যোগান। এছাড়া
বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথের দৃষ্টিতে স্বজাত্যবোধ,নারীর অধিকার সমতা এবং বাংলার প্রতি প্রগাঢ় ভালোবাসার দিকটি তুলে ধরেন।
সেমিনারে ইউল্যাবের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও গবেষক, প্রাবন্ধিকগণের  উপস্থিতিতে সেমিনারটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সর্বশেষে শিক্ষার্থীদের মতামত ও প্রশ্ন উত্তরের মাধ্যমে জ্যেষ্ঠ  প্রভাষক শারমিনুর নাহার
সেমিনারটি শেষ করেন।